স্বেচ্ছাসেবী হতে আগ্রহীদের জন্যে

 

 ‘লোকায়ত’ কী?

‘লোকায়ত’ বিউপনিবেশিক, পুঁজিবাদ- পুরুষতন্ত্রবিরোধী দর্শন-তত্ত্ব- চিন্তা-বাহাস  নির্মাণে অঙ্গীকারবদ্ধ একটা জনসমষ্টি। লোকায়তের সদস্য ও কর্মীরা স্বেচ্ছাসেবী হিসাবে এই সংঘ/সমষ্টিতে কাজ করেন এবং তাদের শ্রম ও মনোযোগের সমন্বয়ে লোকায়ত সক্রিয় থাকে। সদস্য আর শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে তহবিল যোগান হয়। সংগঠনের আগ্রহ, অধিকার এবং বি-ঔপনিবেশিক অর্থে ‘প্রয়োজন’ বা অগ্রাধিকার বিবেচনায় আমরা আমাদের কাজের এলাকা, বিষয় এবং ধরণ নির্ধারণ করি। ‘লোকায়ত’ সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃ https://www.lokayoto.org/aboutlokayoto/about_us_bangla/) । 

 

 

‘লোকায়ত’-এর স্বেচ্ছাসেবী হবার যোগ্যতা কী?

লোকায়তের স্বেচ্ছাসেবক যেসব গুণাবলী অবশ্যই থাকতে হবেঃ

  • রাজনীতি সচেতন হতে হবে।
  • ‘অপুরুষতান্ত্রিক’ আচরণের চেষ্টা থাকতে হবে।
  • সমাজে চলমান শোষণ ও বৈষম্য নিয়ে জিজ্ঞাসা ও বোঝাপড়ার আগ্রহ থাকতে হবে।
  • সময় ও নিয়মানুবর্তী হতে হবে।
  • স্বেচ্ছাসেবী হিসাবে দলবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • নতুন চিন্তা নিয়ে আগ্রহ থাকতে হবে।

 

স্বেচ্ছাসেবীদের সম্মানী কত?

‘লোকায়তের’ আর সকল কর্মীদের মতো স্বেচ্ছাসেবকদেরও সম্মানী নাই। এই সংঘে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শিখতে ও করতে হবে।

 

স্বেচ্ছাসেবীদের কী কাজ করতে হবে?

লোকায়ত নানান কাজের জন্য স্বেচ্ছাকর্মী খুঁজে। যেমন, ওয়েব সাইট নির্মাণ- ডিজাইন-রক্ষণাবেক্ষণ, গ্রাফিক ডিজাইন, অনুবাদ, কপি-সম্পাদনা, অডিও সম্পাদনা, ভিডিও সম্পাদনা, ট্রান্সক্রিপ্টিং, অনুষ্ঠান সংগঠন, গবেষণা ইত্যাদি। এছাড়াও স্বেচ্ছাসেবীর অভিজ্ঞতা-আগ্রহ-দক্ষতা বিচারে লোকায়তের নানান চিন্তা ও গবেষণাধর্মী কাজে যুক্ত হবার সুযোগ থাকবে।  

 

লোকায়তের সাথে কাজ করে স্বেচ্ছাসেবীদের প্রাপ্তি কী?

  • সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ, সাংগঠনিক অভিজ্ঞতা।
  • চিন্তা, ভাবনা ও ভাব অনুশীলন ও  প্রকাশের পরিসর।
  • কেন্দ্রের কার্যাবলীতে সংযুক্ত থাকার সামাজিক স্বীকৃতি।
  • আনন্দ আর ভালোবাসা। 

এক নজরে লোকায়ত স্বেচ্ছাসেবী  নীতিমালা-২০২০

  • পর্যালোচনা বিষয়কঃ প্রথম মাসে স্বেচ্ছাসেবীদের কাজের পর্যালোচনা করা হবে। যদি সংঘের নিয়ম ও জীবনধারার সাথে স্বেচ্ছাসেবী মানিয়ে নিতে পারেন,  তাহলে পরবর্তী সময়ের জন্য সংঘের সাথে কাজ করবেন। সময়ে সময়ে স্বেচ্ছাসেবীদের কাজ-আচরণের মূল্যায়ন করা হবে। 
  • উপস্থিতি ও ছুটি বিষয়কঃ পরীক্ষা, অসুস্থতা, নানান জরুরী অবস্থা ও ইত্যাদি গুরুত্বপূর্ণ কারণ না থাকলে ছুটিতে যাওয়া যাবে না এবং অবশ্যই ছুটির সময়গুলো পরবর্তীতে পূরণ করতে হবে।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বিষয়কঃ লোকায়তের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকায়তের সকল পোস্ট প্রচার করাটা উৎসাহিত করা হয়। এ পরিচয় দিলে সমাজ জীবন ও সামাজিক মাধ্যমে স্বেচ্ছাসেবীর ভূমিকা পর্যবেক্ষণে থাকবে।
  • সমাজে পরিচয় দেয়া সংক্রান্তঃ লোকায়তের স্বেচ্ছাসেবীরা সমাজে নিজেদের লোকায়তের স্বেচ্ছাসেবী হিসাবে পরিচয় দিতে পারবে। 
  • লোকায়তের  আচরণ সংক্রান্তঃ লোকায়তের সকল কর্মীর মতো স্বেচ্ছাসেবীরাও “লোকায়ত বিদ্যালয় কর্মীদের আচরণ বিধি, ২০২০” মেনে চলতে বাধ্য থাকবে। আচরণ বিধি নিচে দেয়া হলোঃ 

লোকায়ত বিদ্যালয়ের কর্মীদের আচরণবিধি ২০২০

১। ব্যক্তিগত, সামাজিক এবং কর্মপরিসরে অপুরুষতান্ত্রিক আচরণ করবো। সম্বোধনের ক্ষেত্রেও সংবেদনশীল হবো।

২। কর্মপরিসরে নিজের কাজ নিজে করার (সেলফ-হেল্প) নীতিতে কাজ করবো। নিজের কাজ কারো জন্য ফেলে রাখবো না বা চাপিয়ে দিব না।

৩। ব্যক্তিগত ও কর্মপরিসরের পরিচ্ছন্নতায় মনোযোগী থাকবো। 

৪। সময় এবং নিয়মানুবর্তীতা রক্ষা করে চলবো।

৫। সংঘের সম্পদের (কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রপাতি, আসবাবপত্র, বই-দলিলাদি, বিভিন্ন তথ্যসহ যাবতীয় সম্পদ) সুরক্ষায় মনোযোগী থাকবো।

৬। জীবন-কর্মপরিসরে ব্যক্তিগত সম্পর্ক/লিঙ্গ/জাতি/ধর্ম/শ্রেনী/বর্ণ পরিচয়ের ভিত্তিতে কোন বৈষম্য বা সুবিধা দেয়া-নেয়া করবো না।

৭। কর্মীদের পারস্পরিক সম্পর্কে বৈষম্য সৃষ্টিকারী বা বিঘ্ন সৃষ্টিকারী আচার-আচরণ কর্মস্থলে অনুমোদন করবো না। সহকর্মী এবং সংঘের বিষয়ে সহকর্মীদের সাথে কুৎসা বা পরচর্চা করবো না ও অনুমোদন করবো না।

৮। কর্মপরিসরে কোন সমস্যা, কাজের প্রক্রিয়ায় কোন সমস্যা, কর্মীদের সাথে সহকর্মীতার ক্ষেত্রে কোন সমস্যা, সংঘের নিয়ম নীতি-বিধি-বিধান সংক্রান্ত কোন মত-দ্বিমত-পর্যবেক্ষন-অভিযোগ সবই যথাযথ প্রক্রিয়ায় সংঘে থাকা সমষ্টিকে জানাবো। এসব নিয়ে কুৎসা বা পরচর্চা করবো না ও অনুমোদন করবো না। দলবদ্ধভাবে কাজ করবো, সংঘের যেকোনো কাজের সাফল্যকে সামস্টিক সাফল্য হিসেবে বিবেচনা করবো, সেভাবে উদযাপন করবো। 

৯।  সকল পরিসরে সদস্যদের ও সংঘের গোপনীয়তা / প্রাইভেসির (যেমনঃ  লোকায়ত’র বিভিন্ন আভন্তরীন সিদ্ধান্ত, সদস্যদের ব্যাপারে সংবেদনশীল তথ্য ইত্যাদি।) প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকব। 

১০। কর্মপরিসরে, সমাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘের নিরাপত্তা-শ্রদ্ধা-সম্মানের হানি ঘটায় বা প্রশ্নবিদ্ধ করে- এমন কোন কাজ/আচরণ নিজে করবো না বা কাউকে অনুমোদন করবো না। সোস্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও এসব নীতি মেনে চলবো ।

১১। সংঘে থাকা সমষ্টির সিদ্ধান্তে শ্রদ্ধা রাখব। সে অনুসারে সদস্যদের  কাজ/আচরণ  বিকাশে যত্ন করব।

১২। সংঘের ভাব- চর্চার বহুমাত্রিক বিকাশমান বৈশিষ্ট্যগুলি যত্নের সঙ্গে জীবনের সর্বত্র চর্চার চেষ্টা করব। নিয়মিত নিজের ও  সংঘের  ক্ষমতা-অবস্থান( পজিশনালিটি) , মুল্যবোধ( ভ্যাল্যুজ) পর্যালোচনায় অংশ নিব। 

 

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত শর্তপূরণ ও আচরণবিধি পালনে ব্যর্থ হলে সংঘ সেই ব্যক্তিকে যে কোনো সময়ে স্বেচ্ছাসেবী থেকে অব্যাহতি দিতে পারবে। গুরুতর ব্যক্তিগত ও সামাজিক অপরাধে  প্রমানিত/ সাব্যস্ত   হলে  বহিস্কার  করা হবে।  

কখন, কীভাবে  জীবনবৃত্তান্ত নেয়া হয়?

আগ্রহীরা বছরের যেকোনো সময় lokayotobidyaloy@gmail.com ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন। ইমেইলের ‘subject’ লাইনে পদের নাম (স্বেচ্ছাসেবী/volunteer) উল্লেখ করতে হবে।  জীবনবৃত্তান্ত নির্বাচিত হলে সাক্ষাতকারের জন্যে যোগাযোগ করা হবে। জীবনবৃত্তান্ত পাঠানোর আগে এই আহবানপত্রটি দয়া করে আবার পুরাটা পড়ে আসেন। 

##

লোকায়তের পডকাস্ট ও আড্ডার ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCZKHmdKLkXPD7wYalGjwybQ